ভালবাসা

কিছু ভালবাসা থাকে যা যৌক্তিকতা জানেনা।
কিছু ভালবাসাতো সমাজ-নমাজও মানেনা।
কিছু ভালবাসা থাকে এমন
যাকে অন্ধ বলতেও থাকে অন্ধের আপত্তি ।
কিছু ভালবাসা হয়ে ওঠে এমন
যাকে সম্পদ নয় বলতে ইচ্ছে করে সম্পত্তি।
কিছু কিছু ভালবাসাতো এমনও হয়
যখন নিজেকেই ভুলে বসে সবাই।
কিছু কিছু ভালবাসা নিয়ে অনায়াসে করা যায় বড়াই।
কিছু কিছু ভালবাসাতে আবার থাকে পূর্বজন্মের ঘ্রাণ।
তেমন কিছু ভালবাসা আবার হয়ে পরে এ জন্মেরও প্রাণ।
কিছু কিছু ভালবাসার নাকি থাকে না কোন নাম।
তেমন কিছু ভালবাসার বলতে পারো দাম?
নামহীন এমন সম্পর্কের নাম শুনেছো তুমি?
আছে কিছু ভালবাসা স্বপ্নের চেয়েও দামি ।

যুক্তিহীন,অন্ধ, আর পূর্বজন্মের ঘ্রাণে
ভাসিয়ে দেবো সমাজ- নমাজ ভালবাসার টানে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ধূসর স্বপ্ন

শুষ্ক বাতাসে শুখনো পাতার মতো উড়ে যায় প্রাণহীন স্বপ্ন। জলজ মীন হয়ে উঠেছে তৃষিত মাছরাঙা , হাজার বছর ধরে জমে থাকা মেঘ থেকে ঝরেনি এক ...