ধূসর স্বপ্ন



শুষ্ক বাতাসে শুখনো পাতার মতো উড়ে যায় প্রাণহীন স্বপ্ন।
জলজ মীন হয়ে উঠেছে তৃষিত মাছরাঙা ,
হাজার বছর ধরে জমে থাকা মেঘ থেকে ঝরেনি এক বিন্দু বর্ষা ;
বহুকাল ধরে এখানে রাত্রি বহমান-
আলোকিত প্রভাতের প্রতিক্ষায় যুবারা এখন অশীতিপর ।
অনেক দাম দিয়ে কেনা স্বপ্ন ভূমিতে সুখের চাষ যেন স্বপ্নাতীত !
অযত্ন আর উদাসীনতা ঘর বেধেছে সেথায়!
বৈষয়িক বৈপরীত্যে ভূমি জুড়ো গজিয়েছে অবিশ্বাস আর স্বর্থপরতার আগাছা ।
নিস্প্রভ জীবনে ক্রমশ ছেয়ে আসে
নিস্ক্রিয়া  -
তবু
স্ববিরোধী মানুষ স্বপ্নাবিষ্ট হয়ে বেঁচে থাকে স্বপ্নময় ভবিষ্যতে .......

বিষাদের রেসিপি

কোন এক মধ্য রাতে আমার স্বপ্নের আলোক ঝাপটায় 
তোমাদের ঘুম ভেঙে গিয়েছিলো আর তা দেখে আমি খুব বিব্রত হই
মুক্তর মতো সাদা সাবু,গোলাপের মতো
লাল ডালিমের দানা,ঘাসের মতো সবুজ জেলি
আর সূর্যের মতো উজ্জ্বল হলুদ বর্ণের স্বপ্নদের 
তোমাদের ফিকে ভাবনার মতো নুডুলসের সাথে মিলিয়ে আমি 
রঙধনুর মতো ফালুদা বানিয়ে খেয়েছিলাম।

তেমনি কোন এক সকালে তোমাদের ব্যস্ত যান্ত্রিক জীবনের কাছে 
আমার কর্মহীন শৈল্পিক জীবন
যখন বোঝায় পরিণত হয়েছিলো ?
দুধ,চিনি, চাপাতার সাথে গাঢ় লিকার করতে 
আমি আমার শৈল্পিকতাকে খুব করে জাল দিয়েছি
অন্যসব উপকরণের সাথে  আমার সৃষ্টিশীলতা যখন গাঢ় রঙ ছাড়িয়েছিল
বারান্দায় বসে আকাশ দেখতে দেখতে
সে সতেজক চা আমি দেদারসে গিলে গেছি। 

শান্ত কোন এক দুপুরের কথা আমার ছোট খাট বায়না 
আর শখের উপাতে তোমাদের অতিষ্ঠ দেখে 
আমি অপ্রস্তুত হয়ে পড়ি; পিয়াজ, মরিচ
ও পাঁচফোড়নের সাথে আমার বায়না আর শখ গুলোকে
ভেজে সব্জির সাথে মিলিয়ে তৈরি করেছিলাম মধ্যাহ্ন ভোজন।
র্নিলজ্জের মতো পেট পুড়ে সাবার করেছি তাও। কোন এক পড়ন্ত বিকেলবেলায়
আমার আমিত্ব তোমাদের কণ্ঠকে রোধ করে ফেলেছিল প্রায়,
তা দেখে আমার খুব কষ্ট হচ্ছিলো 
আর তাই,আমি আমার আমিত্বকে তোমাদের প্রিয় ফল,
আইসক্রিম আর বরফ কুচিতে মিলিয়ে ব্লেন্ডারে
খুব ব্লেন্ড করে এক চমকার ফ্রুটস্যেক তৈরি করেছিলাম।
তোমাদের সাথে সেই ফ্রুটস্যেক দিয়ে তৃষ্ণা মেটাতে সেদিন আমিও পিছপা হইনি।

কোন এক পূর্ণমা রাতের কথা 
আমার আত্মসম্মান বোধ তোমাদের গতানুগতিক জীবনযাত্রাকে 
বাধাগ্রস্ত করছিলো বলে আমি লজ্জিত হয়ে পড়ি
নানান রকম শাহী মশলা আর তেল ঝাল দিয়ে 
আমি আমার আত্মসম্মানবোধকে বসিয়েছিলাম
বাসমতী চাল ও মাংসের সাথে মিশিয়ে দমে।
সেদিনের সেই রাজকীয় খাবারের সুঘ্রাণে অন্যদের সাথে
ক্ষুধার উদ্রেক হয়েছিলো আমারো।

আজকাল আমার জীবন তোমাদের খুব অস্বস্তিতে ফেলে দিয়েছে- 
আর তা দেখে আমি যার পর নেই অনুতপ্ত ;
নতুন কোন খাবারের রেসিপি শিখে
খুব জলদি আমার জীবনের সাথে মিলিয়ে হয়তো একদিন খেয়ে নেবো তাও।
বুভুক্ষু আমি আমার অতীত, বর্তমান, ভবিষ্য, স্বপ্ন, শখ,আত্মসম্মান বোধ 
আর আমিত্ব সবটাই আমি গিলে খেয়েছি।
কিন্তু অজস্র জন্মের ক্ষুধায় আমি এখন ক্ষুধার্ত বুভুক্ষের মতোন
আমি আমার জীবনকে দেখছি! 
কোনো একবেলার আহারে তোমাদের মতো আমাকেও হয়তো তৃপ্ত করবে সে।


পূর্বজন্মের স্বাদ

আমি আর একবার মুগ্ধ হতে চাই
তোমার চোখে আমার জন্য স্বপ্নাতুর আকাঙ্ক্ষা দেখে।
চাই আরো একবার বাঁচতে,
জীবিত জীবনে উপলব্ধি করতে চাই তোমার সতস্ফূর্ত উপস্থিতি।
আর একবার ধারণ করতে চাই রক্তিম আভা,
তোমার স্পর্শে আমি পাল্টে যেতে দেখতে চাই
ব্যথায় নীল হয়ে থাকা আমার অবয়ব ।
আর একবার পেতে চাই পূর্বজন্মের স্বাদ,
কানের কাছে মুখগুজে তোমার পাঠ করা সেই মন্ত্রমুগ্ধ বানী
শুনতে চাই আরো একবার।

ভালবাসা

কিছু ভালবাসা থাকে যা যৌক্তিকতা জানেনা।
কিছু ভালবাসাতো সমাজ-নমাজও মানেনা।
কিছু ভালবাসা থাকে এমন
যাকে অন্ধ বলতেও থাকে অন্ধের আপত্তি ।
কিছু ভালবাসা হয়ে ওঠে এমন
যাকে সম্পদ নয় বলতে ইচ্ছে করে সম্পত্তি।
কিছু কিছু ভালবাসাতো এমনও হয়
যখন নিজেকেই ভুলে বসে সবাই।
কিছু কিছু ভালবাসা নিয়ে অনায়াসে করা যায় বড়াই।
কিছু কিছু ভালবাসাতে আবার থাকে পূর্বজন্মের ঘ্রাণ।
তেমন কিছু ভালবাসা আবার হয়ে পরে এ জন্মেরও প্রাণ।
কিছু কিছু ভালবাসার নাকি থাকে না কোন নাম।
তেমন কিছু ভালবাসার বলতে পারো দাম?
নামহীন এমন সম্পর্কের নাম শুনেছো তুমি?
আছে কিছু ভালবাসা স্বপ্নের চেয়েও দামি ।

যুক্তিহীন,অন্ধ, আর পূর্বজন্মের ঘ্রাণে
ভাসিয়ে দেবো সমাজ- নমাজ ভালবাসার টানে।

ধূসর স্বপ্ন

শুষ্ক বাতাসে শুখনো পাতার মতো উড়ে যায় প্রাণহীন স্বপ্ন। জলজ মীন হয়ে উঠেছে তৃষিত মাছরাঙা , হাজার বছর ধরে জমে থাকা মেঘ থেকে ঝরেনি এক ...