পূর্বজন্মের স্বাদ

আমি আর একবার মুগ্ধ হতে চাই
তোমার চোখে আমার জন্য স্বপ্নাতুর আকাঙ্ক্ষা দেখে।
চাই আরো একবার বাঁচতে,
জীবিত জীবনে উপলব্ধি করতে চাই তোমার সতস্ফূর্ত উপস্থিতি।
আর একবার ধারণ করতে চাই রক্তিম আভা,
তোমার স্পর্শে আমি পাল্টে যেতে দেখতে চাই
ব্যথায় নীল হয়ে থাকা আমার অবয়ব ।
আর একবার পেতে চাই পূর্বজন্মের স্বাদ,
কানের কাছে মুখগুজে তোমার পাঠ করা সেই মন্ত্রমুগ্ধ বানী
শুনতে চাই আরো একবার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ধূসর স্বপ্ন

শুষ্ক বাতাসে শুখনো পাতার মতো উড়ে যায় প্রাণহীন স্বপ্ন। জলজ মীন হয়ে উঠেছে তৃষিত মাছরাঙা , হাজার বছর ধরে জমে থাকা মেঘ থেকে ঝরেনি এক ...