ধূসর স্বপ্ন



শুষ্ক বাতাসে শুখনো পাতার মতো উড়ে যায় প্রাণহীন স্বপ্ন।
জলজ মীন হয়ে উঠেছে তৃষিত মাছরাঙা ,
হাজার বছর ধরে জমে থাকা মেঘ থেকে ঝরেনি এক বিন্দু বর্ষা ;
বহুকাল ধরে এখানে রাত্রি বহমান-
আলোকিত প্রভাতের প্রতিক্ষায় যুবারা এখন অশীতিপর ।
অনেক দাম দিয়ে কেনা স্বপ্ন ভূমিতে সুখের চাষ যেন স্বপ্নাতীত !
অযত্ন আর উদাসীনতা ঘর বেধেছে সেথায়!
বৈষয়িক বৈপরীত্যে ভূমি জুড়ো গজিয়েছে অবিশ্বাস আর স্বর্থপরতার আগাছা ।
নিস্প্রভ জীবনে ক্রমশ ছেয়ে আসে
নিস্ক্রিয়া  -
তবু
স্ববিরোধী মানুষ স্বপ্নাবিষ্ট হয়ে বেঁচে থাকে স্বপ্নময় ভবিষ্যতে .......

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ধূসর স্বপ্ন

শুষ্ক বাতাসে শুখনো পাতার মতো উড়ে যায় প্রাণহীন স্বপ্ন। জলজ মীন হয়ে উঠেছে তৃষিত মাছরাঙা , হাজার বছর ধরে জমে থাকা মেঘ থেকে ঝরেনি এক ...